চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার অভিযানে পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) নগরীর হালিশহর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন পপি বেগম, মো. শাহাদাত হোসেইন, মো. সজীব, মো. দিহাল ও সিরাজ উদ্দিন মো. সোহেল।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ জানান, আসামিদের মধ্যে পপি তিন মাসের সাজাপ্রাপ্ত এবং শাহাদাতের বিরুদ্ধে চার মাসের দেওয়ানি আটকাদেশ ছিল।