চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের অভিযানে এক পলাতক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. শরিফুল ইসলাম ওরফে হামিদের (৩২) বাড়ি চুয়াডাঙ্গা সদর থানা এলাকায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, আসামি হামিদের বিরুদ্ধে পাঁচটি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।