বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শেরপুরের পাঁচ উপজেলার থানা এলাকা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে পাঁচ হাজার ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর শাখা।
জেলা পুলিশ ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সহযোগিতায় ৫ জুন সোমবার শেরপুর পুলিশ লাইনসে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
দুপুরে উদ্বোধনের পর পাঁচ উপজেলায় একযোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তাদের সাথে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।
পুনাক শেরপুরের সভানেত্রীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের এই সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সবাইকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে হবে। সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ স্বাভাবিক ও দূষণমুক্ত রাখতে জীববৈচিত্র্যের প্রতি গুরুত্ব বাড়াতে হবে।
এ সময় পুলিশ সুপার পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি ও জ্বালানি শক্তির অপচয় রোধ ও প্লাস্টিক ব্যবহারে আরও সচেতন হবার আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সভাপতি ইমরান হাসান রাব্বী, পুলিশ লাইনস স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল পিপিএম প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ লাইনস স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়, পরে অতিথিরা পুলিশ লাইনসে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন। একই সময় পাঁচ উপজেলাতেও এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।