দেশ ও জনগণের কল্যাণে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
মঙ্গলবার (২০ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সাত কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দকে আইজিপি ও সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জগণ র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দের স্ত্রীগণ উপস্থিত ছিলেন।
আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দও আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ হলেন মো. শাহ আলম, এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম (সেবা), শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান পিপিএম (সেবা), মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিপিএম (সেবা), বিপ্লব বিজয় তালুকদার ও মো. মনিরুজ্জামান পিপিএম (সেবা)।
পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং দেশ ও জনগণের কল্যাণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।