পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে বৃহস্পতিবার র‌্যাংক ব্যাজ পরান নীলফামারীর এসপি। ছবি: পুলিশ নিউজ

নীলফামারী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মিনহাজুল ইসলামকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. গোলাম সবুর পিপিএম-সেবা।

এসপির কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ২টার দিকে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্তকে অভিনন্দন জানান এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।