বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পটুয়াখালীর উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে প্রান্তিক আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলায় এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পুনাক পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোছাম্মৎ আসমা ইসলাম পাপড়ি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, ‘পুনাক দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে পুলিশ পরিবারের নারী সদস্যদের জন্য নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও তাঁদের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশেও পুনাক দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা পুনাক, পটুয়াখালীর উদ্যোগে প্রান্তিক আয়ের মানুষের মাঝে পবিত্র রমজান ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছি।’
পুনাক সভানেত্রী আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে আসমা ইসলাম পাপড়ি বলেন, ‘পুনাক, পটুয়াখালী জেলা শাখা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তাঁদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। এ ছাড়া ঐতিহাসিক ৭ মার্চ শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।’
অনুষ্ঠানে ২০০ প্রান্তিক আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।