পুলিশ বাহিনীকে আধুনিকায়নের ধারাবাহিকতার অংশ হিসেবে নড়াইল জেলা ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায়, পিপিএম (বার) সোমবার বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন।
ওই সময় এসপি প্রবীর কুমার বলেন, জেলা ট্রাফিক পুলিশে বডি ওর্ন ক্যামেরা সংযোজনের মাধ্যমে পুলিশের কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। অপরাধ নিয়ন্ত্রণেও এটি সহায়ক ভূমিকা পালন করবে।