চাঁদপুরের মজুচৌধুরী নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।
নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক এবং সঙ্গীয় ফোর্স আজ বুধবার লক্ষীপুর জেলার সদর থানাধীন মতিরহাটের দক্ষিণ পাশে মেঘনা নদীর বিভিন্ন স্থানে পাতানো অবস্থায় মালিকবিহীন আনুমানিক ১ লক্ষ ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।
উদ্ধার জালের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা।
পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।