
সারা দেশে গতকাল বাংলাদেশ নৌ পুলিশ দেশের বিভিন্ন স্থানে নদীতে অভিযান চালিয়ে মোট ৫৭ লাখ ৬৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এ ছাড়া বেশ কিছু ইলিশ মাছ, ট্রলার এবং নৌকা জব্দ করা হয়। এ ছাড়া কয়েকজনকে আটকের পর কারাদণ্ড ও জরিমানা করা হয়



বরিশালের কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মল্লিকপুর-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ লাখ ৮৭ হাজার মিটার কারেন্ট জাল ৩০ কেজি ইলিশ মাছ, ২০টি নৌকা এবং ৭টি ট্রলার জব্দ ও ৬ জনকে আটক করে। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়। নৌকা ও ট্রলার ধ্বংস করা হয়। এবং দুজনকে আসামি করে মৎস্য আইনে মামলা করা হয়। ছবি: বাংলাদেশ নৌ পুলিশ