বরিশালের নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে ১৬ হাজার ২০০ মিটার কারেন্ট জালসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৩১ জানুয়ারি) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জয়ন্তী ও আড়িয়াল খাঁ নদী এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে।
জব্দকৃত জালের আনুমানিক দাম ৪ লাখ ৮৬ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ছাড়া আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।