নৌযান থেকে ১ হাজার ২০০ লিটার অপরিশোধিত ভোজ্যতেল চুরির সময় চার আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নৌ পুলিশ।
রোববার (২৮ মে) ভোরের দিকে কর্ণফুলী থানাধীন ডায়মন্ড সিমেন্ট ঘাট-সংলগ্ন কর্ণফুলী নদী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. রায়হান (২৩), বুলবুল আহম্মদ (২৫), মো. আব্দুল হক (৪২) ও ওয়াহিদুর নবী (৪৩)।
চট্টগ্রাম নৌ পুলিশ জানায়, কর্ণফুলী নদীতে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের জন্য আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেলবাহী অয়েল ট্যাংকার এমটি বুলবুল থেকে তেল চুরির খবর পায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে অভিযান চালিয়ে এমভি ওশান ভিউ নামের একটি লাইটার জাহাজ আটক করা হয়। ওই জাহাজের সামনের অংশের পানির ট্যাংক থেকে ১ হাজার ২০০ লিটার অপরিশোধিত ভোজ্যতেল জব্দ এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেন, নৌপথ ও নৌযানের মাধ্যমে সংঘটিত অপরাধ প্রতিরোধে কাজ করছে নৌ পুলিশ। এরই অংশ হিসেবে জাহাজ থেকে তেল চুরি প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।