
নোয়াখালী সদর ও বেগমগঞ্জ থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো শহরকে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।
এর অংশ হিসেবে সিসি ক্যামেরার কন্ট্রোল ও মনিটরিং সেন্টারের উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)।
ওই সময় তিনি বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণ ও শনাক্তকরণে প্রযুক্তির ব্যবহার কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। একই সঙ্গে তথ্য যাচাই-বাছাই করে কাজ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে কাজ করতে হবে।’
স্কুলছাত্রী অদিতি হত্যায় পুলিশ অসাধারণ ভূমিকা রেখেছে উল্লেখ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বলেন, ‘স্কুলশিক্ষার্থী অদিতি হত্যাকাণ্ডে শিক্ষক জড়িত, তা সবাইকে অবাক করেছে। খুব দ্রুত পুলিশ যাবতীয় কাজ করেছে। আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখতে হবে। পাশাপাশি সমাজের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার নোয়াখালী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জরা।