নোয়াখালীতে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে দেশীয় শিল্পপণ্য মেলা শুরু হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) এ মেলার উদ্বোধন করেন।
নোয়াখালীর মাইজদীতে বালুর মাঠ এলাকায় এই মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্টলে দেশীয় শিল্পপণ্যের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নোয়াখালী পুনাক সভানেত্রী সবাইকে এই মেলায় আসার আহ্বান জানান। পরে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও পুনাক সভানেত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন।