নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান জব্দ করা হয়।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে সোনাইমুড়ী থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন ফাহাত হোসেন (১৯), নাহিদ (১৯) ও আজিম (২০)। তাঁদের বাড়ি সোনাইমুড়ী থানা এলাকায়।
পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম পিপিএম এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি ফাহাতের কাছ থেকে একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যে আজিমের বাড়ি থেকে আরেকটি পাইপগান জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন তাঁরা; পাশাপাশি অস্ত্র দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন।