
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সহকর্মীদের সঙ্গে নিয়ে শুক্রবার শীতবস্ত্র বিতরণ করেন জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
শীতবস্ত্র পেয়ে খুশির ঝিলিক দেখা যায় শীতার্তদের মুখে।
নোয়াখালীর এসপি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চায় পুলিশ।
ওই সময় তিনি অসহায় ও শীতার্ত মানুষের সহায়তায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।