পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা আগ্নেয়াস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালী জেলা পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী ও আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলা এবং সুধারাম থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন বেগমগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪) এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য কুমিল্লার দেবিদ্বার উপজেলার মো. মানিক (৩০), চান্দিনা থানা এলাকার মো. ইসমাইল (২৮), দাউদকান্দি থানা এলাকার মো. রুবেল (২৬) ও মো. নাজমুল (১৮)।

পুলিশি হেফাজতে ৪ আসামি এবং জব্দ করা প্রাইভেট কার। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় আসামিদের কাছ থেকে একটি একনলা বন্দুক, দুটি দেশীয় পাইপগান, দুটি কার্তুজ, একটি এলজি, একটি ছুরি, একটি রামদা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।