নোয়াখালীর কবিরহাট থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক বাড়ি থেকে গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে নারীসহ দুজনকে। খবর নিউজবাংলা২৪ ডট কমের।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কবিরহাট উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো এলাকার কামাল হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কোহিনুর বেগম (৩২) ও এনামুল হক (৩৫)। কোহিনুর কামাল হোসেনের স্ত্রী। এনামুলের বাড়ি ফতেজঙ্গপুর গ্রামে।
অভিযানের বিষয়টি টের পেয়ে কামাল হোসেন পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, ‘বৃহস্পতিবার রাতে গোপন সংবাদ পেয়ে কামালের বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ঘরের সামনের আঙিনা থেকে ২ থেকে ৫ ফুট উচ্চতার আনুমানিক ৫ কেজি ওজনের ৮টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।