
নোয়াখালীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা প্রসঙ্গে ব্রিফিং করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম-বার)।
আজ বুধবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে নোয়াখালীর পুলিশ লাইনসে শহীদ কনস্টেবল মনিরুল হক হলরুমে ‘চাকরি নয়, সেবা’ স্লোগান সামনে রেখে টিআরসি পদে লিখিত পরীক্ষা উপলক্ষে কেন্দ্র ইনচার্জদের দিকনির্দেশনা দেওয়া হয়।
আগামীকাল বৃহস্পতিবার নোয়াখালীর পুলিশ কেজি স্কুলে টিআরসি পদে লিখিত পরীক্ষা হবে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিজয়া সেন (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোর্তাহীন বিল্লাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিত্যানন্দ দাস, সিনিয়র এএসপিসহ (চাটখিল সার্কেল) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।