রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল মান্নানকে (৫০) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুরে।
নৌ পুলিশ জানায়, একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে ভারত সীমান্ত থেকে নৌকায় করে হারুপুর গ্রামের বস্তাবাঁধ ঘাট এলাকায় অবস্থান করছে বলে পুলিশ জানতে পারে। সেই খবরের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে ব্যাগে থাকা ৮০০ ট্যাবলেট উদ্ধার করা হয়।