পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই মাদক কারবারি এবং উদ্ধার করা গাঁজার প্যাকেট। ছবি: বাংলাদেশ পুলিশ।

নেত্রকোনা মডেল থানার পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ স্যারের নির্দেশে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে একটি টিম ৩ এপ্রিল বিকেলে নেত্রকোনা পৌরসভাধীন হোসেনপুরে আন্তজেলা বাস টার্মিনালে একটি বাসে অভিযান চালিয়ে এই মাদক কারবারিদের গ্রেপ্তার করে।

আটক মাদক কারবারিরা হলেন কোহিনুর আলম (২৪) ও রাফিজুল মিয়া (১৯)। পরে তাঁদের ব্যাগ তল্লাশি করে প্যাকেটে মোড়ানো মোট ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, তাঁদের সুনামগঞ্জ থেকে গাঁজা নিয়ে নেত্রকোনা হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। তাঁরা ট্রাভেলিং ব্যাগে শার্ট-প্যান্ট পিসের মতো করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন, যাতে কেউ বুঝতে না পারে। কিন্তু শেষরক্ষা হলো না।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক নির্মূলে মডেল থানা-পুলিশ সব সময় তৎপর রয়েছে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।