নেত্রকোনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪ হাজার ২৫০ কেজি চিনিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার কেন্দুয়া থানাধীন আশুজিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূগিয়া গ্রামস্হ আবদুস সাত্তার খাঁন (রহ.)-এর মাজার শরিফের আনুমানিক ১০ গজ পশ্চিমে তেলীগাতী থেকে রামপুরগামী পাকা রাস্তার ওপর থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন রুমান মিয়া (২৭) ও মো. রুবেল।
আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের যথাযথ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।