নেত্রকোনার দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে ১৪৪ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে।
জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিক নির্দেশনায় দুর্গাপর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ৭ এপ্রিল সকালে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানাধীন নলুয়াপাড়া নামক স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে আটক করে।
এরা হলেন, মো. হযরত আলী (৩৫), মো. লিটন মিয়া (৩৪), মো. শহীদ মিয়া (৩৩)।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।