নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলা ডিবির একটি চৌকস টিম ১৬ জুন বেলা ১টার দিকে জেলার আটপাড়া থানাধীন শুনই মেঘেরকান্দা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারি মো. ইমরান হোসেন (২৩), মো. শামীম (২২) ও মো. আল আমিনকে (২২) ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।