পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

নেত্রকোনা থেকে অপহৃত এক কিশোরীকে (১৭) গাজীপুর থেকে উদ্ধার করেছে নেত্রকোনা থানা-পুলিশ। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর থানাধীন চেরাগ আলী মোড়সংলগ্ন পুরাতন মসজিদ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করা হয়।

আসামির নাম আইমান শেখ ওরফে শাহেদ ওরফে ছোট শাহেদ (২০)।

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম জানান, গত ২২ সেপ্টেম্বর সকালে নেত্রকোনা সরকারি কলেজ গেইটের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করেন আইমান ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় নেত্রকোনা থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

তিনি জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি ও ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে অভিযানে চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।