নেত্রকোণার বারহাট্টা থানাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদসহ দুজনকে উদ্ধার করেছে।
পুলিশ ফাঁড়ির একটি টিম ১৯ জুন বারহাট্টা থানাধীন উড়া দীঘি এলাকা থেকে মো. আবু বক্কর সিদ্দিক (৩৩) ও সেলিনা আক্তারকে (২৫) ১২৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যথাযথ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।