নীলফামারীর জলঢাকা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৭ মামলার এক আসামিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। জলঢাকা থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাত মামলার আসামির নাম মো. নাহিদ হাসান মিঠু। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ সাতটি মামলা রয়েছে। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তাঁর সহযোগী মো. আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আরেক আসামি মোহাম্মদ আলমগীরও গ্রেপ্তার হয়েছেন।
জেলা পুলিশ জানায়, জলঢাকা থানা-পুলিশের একটি দল থানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ হাসান মিঠুকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে মিঠুর সহযোগী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করেছে।