নীলফামারীর কিশোরগঞ্জ থানা-পুলিশ এক পরোয়ানাভুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৪ অক্টোবর) কিশোরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. এরশাদ হোসেনের বাড়ি জেলার কিশোরগঞ্জ থানাধীন উত্তর বড়ভিটা গ্রামে।
তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কিশোরগঞ্জ থানা-পুলিশ।