চাঁদপুরের নীলকমল নৌ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আট কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।
নৌ ফাঁড়ির একটি টিম ১৭ অক্টোবর মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩ সফল করার জন্য অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় আনুমানিক ২৭ লাখ ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।
উদ্ধার জালের আনুমানিক মূল্য ৮ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়া ৩৪ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৭ হাজার টাকা ।
পরে উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।