নিখোঁজ ফাগ্লুনী হোসেন তীমা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর আদাবর থেকে ফাগ্লুনী হোসেন তীমা নামের এক মেয়ে নিখোঁজ হয়েছে। তার বয়স ১৫ বছর।

মেয়েটির মায়ের নাম নাছিমা হোসেন। গায়ের রং ফর্সা ও উচ্চতা ৫ ফুট । নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল ছাই রঙের থ্রিপিস। খবর ডিএমপি নিউজের।

মেয়েটির পরিবার জানিয়েছে, গত ৩১ জানুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটের দিকে তীমা আদাবরের বাসা নম্বর ৪৩, মনসুরাবাদ এলাকার নিজ বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ২ ফেব্রুয়ারি আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা।

ফাগ্লুনী হোসেন তীমার সন্ধান পেলে আদাবর থানার ওসির (০১৩২০-০৪০৮৮৬) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।