এক নিখোঁজ কলেজছাত্রকে কক্সবাজার থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সাতক্ষীরা।
বৃহস্পতিবার (২৫ মে) কক্সবাজার সদর থানাধীন ডলফিন মোড়সংলগ্ন কলাতলী মার্কেটের সামনে থেকে মো. জাবির হোসেন (১৭) নামের ওই কলেজছাত্রকে উদ্ধার করা হয়।
জাবিরের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায়। সে কলারোয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
পিবিআই সাতক্ষীরার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসির আরাফাত জানান, গত ১৭ মে বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি জাবির। পরের দিন ১৮ মে এ বিষয়ে কলারোয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মো. জাহাঙ্গীর আলম (৪৫)। পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর থানা এলাকা থেকে জাবিরকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাবির জানায়, পড়াশোনার চাপে স্বেচ্ছায় আত্মগোপন করে সে।
এই পুলিশ কর্মকর্তা জানান, পরে জাবিরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তার বাবা।