মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। খবর ঢাকা পোস্টের।
জাতীয় সংসদ অধিবেশনে ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় তিনি করোনার সংক্রমণ এড়াতে সবাইকে সচেতন হওয়ারও তাগিদ দেন।
এর আগে ১ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৫ সেপ্টেম্বর (রোববার) আন্তমন্ত্রণালয় বৈঠক হবে।
দেশে করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।