নিউজিল্যান্ডে মাত্র তিন দিনের মধ্যে দেশটির প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্রসৈকতে আটকা পড়ে প্রায় ৫০০ পাইলট তিমির মৃত্যু হয়েছে। খবর বাসসের।
দেশটির সরকার আজ মঙ্গলবার জানিয়েছে, ওই জলসীমায় ব্যাপক হাঙরের উপস্থিতির কারণে উদ্ধার প্রচেষ্টা বাতিল করা হয়েছে।
কনজারভেশন বিভাগ জানিয়েছে, দুটি দ্বীপের সমুদ্রসৈকতে আটকে পড়া তিমিদের দুটি দলের কষ্টকর মৃত্যু এড়াতে এনেস্থেসিয়া প্রয়োগ করা হয়। শুক্রবার চাথাম দ্বীপে ২৫০টি পাইলট তিমি সৈকতে মৃত পাওয়া গেছে এবং তিন দিন পর পিট দ্বীপে আরও ২৪০টি তিমির মৃত্যুর খবর পাওয়া গেছে।