‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’,
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ স্লোগানে নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জ পুলিশ লাইনস ড্রিলশেডে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি মানিকগঞ্জ পুলিশ লাইনস থেকে শুরু হয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় জেলা পুলিশের সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।