নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে ধারালো অস্ত্র, ককটেলসহ সংঘবদ্ধ ডাকাত দলের নয়জন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ মে) দুপুরে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। খবর দ্য ডেইলি স্টারের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (গত ১২ মে) রাতে উপজেলার মারুয়াদী বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সবুজ বাহিনীর ৯ সক্রিয় সদস্যকে আটক করা হয়।
ওই সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সাতটি ককটেল, দুটি রামদা, চারটি ছুরি, দুটি শাবল, একটি চায়নিজ কুড়াল, দুটি তরবারি ও পাঁচটি টেঁটা জব্দ করা হয়।
আটক আসামিরা হলেন আড়াইহাজার উপজেলার সবুজ, সোহেল ওরফে ইসমাইল, আবুল কাশেম, ওমর ফারুক ও সোহেল, নারায়ণগঞ্জ সদর উপজেলার নিমাইকাশারী এলাকার সাখাওয়াত হোসেন রনি ও মিজান, মাগুরার মোহাম্মদ রবিউল শেখ ও মু্ন্সিগঞ্জের জাহাঙ্গীর সিকদার।
র্যাব জানায়, আটক আসামিদের নামে আড়াইহাজার ও সোনারগাঁ থানা একাধিক ডাকাতির মামলা আছে। সবুজ ও সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।