ময়মনসিংহের নান্দাইল থানার পুলিশ অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার দিকনির্দেশনায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৯ জুন ভোর সাড়ে ৫টার সময় আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্যদের গাঁজা হাতবদলের সময় নান্দাইল চৌরাস্তার চাঁদমনি হোটেলের সামনে থেকে ওই দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কামাল মিয়া (৪০) ও মো. মাসুদুর রহমান ওরফে করিম(২২)। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা হয়েছে।