নানা আয়োজনে মঙ্গলবার পর্যটন দিবস উদযাপন করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।
বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
এবার দিবসটির প্রতিপাদ্য হলো ‘পর্যটনে নতুন ভাবনা’। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকালে ঢাকায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের সামনে থেকে সকাল সোয়া ৮টার দিকে র্যালি বের করা হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এ ছাড়াও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম।
আকর্ষণীয় ও চোখ ধাঁধানো এই র্যালির শুরুতেই ছিল ট্যুরিস্ট পুলিশের মোটরসাইকেল শোভাযাত্রা। দুপুর সাড়ে ১২টার দিকে ‘পর্যটন গন্তব্যে নিরাপত্তা ঝুঁকি: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ডিআইজি লিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মুহাম্মদ জাবের।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসপি নুরুল আমিন। আলোচক ছিলেন এসপি ড. আশরাফুর রহমান, টোয়াব প্রেসিডেন্ট আজম কোরেশী।
দিবসটি উপলক্ষে দেশের সব রিজিয়ন ও জোনে বিশেষ করে কক্সবাজার, কুয়াকাটা, চট্টগ্রাম, সিলেট, নওগাঁ, ময়মনসিংহ, বাগেরহাট, গোপালগঞ্জসহ সব জেলায় ট্যুরিস্ট পুলিশ ইউনিটগুলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে থাকে।
ট্যুরিস্ট পুলিশের মিডিয়া শাখার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘এবারই প্রথম ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সেমিনারের আয়জন করা হয়। এ ছাড়া দেশের সকল ইউনিট একযোগে র্যালি ও আলোচনা সভার আয়োজনে বিশেষ ভূমিকা পালন করে।’