নাটোর জেলা ডিবির পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমানের সার্বিক দিক-নির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নাটোর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ মো. আতাবুর রহমান (২৭) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।