নাটোর ডিবির অভিযানে গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত অস্ত্র। ছবি: বাংলাদেশ পুলিশ

নাটোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ এপ্রিল নাটোর থানায় হওয়া অপহরণের মামলার পরিপ্রেক্ষিতে জেলা ডিবির চৌকস দল আজ শনিবার সিংড়া থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে (৪৫) গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্যের ভিত্তিতে অপহরণকাজে ব্যবহৃত কালো রঙের হাই-এইস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আসামির কাছ থেকে দুটি চায়না চাপাতি, একটি চায়না টিপ চাকু, একটি বার্মিজ কাটার, দুটি দেশীয় রামদা, দুটি স্টিলের পাইপ, দুটি স্ট্যাম্প (লাঠি), একটি দেশীয় তৈরি চাপাতিও উদ্ধার করা হয়।