নাটোর জেলার বড়াইগ্রাম থানার পুলিশ ৩৫০ গ্রাম গালানো স্বর্ণের বারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।
বড়াইগ্রাম থানার এসআই সত্যব্রত সরকার তার সঙ্গীয় ফোর্সসহ বড়াইগ্রাম থানাধীন মানিকপুর জামে মসজিদের সামনে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের উপর চেকপোস্টে ডিউটি করার সময়
আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেল একটি যাত্রীবাহী বাস (রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ব ১৫-৬৪৭২) সেখানে পৌঁছালে তাতে তল্লাশি চালায় ।
এসময় মো. আব্দুল হালিম (৩৫) নামের এক যাত্রীর কোমর থেকে গালানো স্বর্ণের বার উদ্ধার করে জব্দ করে। গ্রেপ্তার করা হয় আব্দুল হালিমকে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।