নাটোরে তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ১৬ আগস্ট (বুধবার) এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া তিন কর্মকর্তা হলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, তারিক লতিফ ও মো. আবু হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম। তিনি বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।