নাটোরে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে বগুড়া শহরের রেলগেট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নাটোর থানা-পুলিশের একটি চৌকস টিম।
গ্রেপ্তার চারজন হলেন মো. জন্টু শেখ (৪৫), দেলোয়ার হোসেন (৬০), মো. হাবিব খান (৬০) ও সহিদ (৪৫)।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিচাবাজার এলাকার সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে আড়াই লাখ টাকা তোলেন ব্যবসায়ী মো. নুরুল আমীন খান (৫৫)। পরে টাকাসহ ব্যাগটি তিনি তাঁর মোটরসাইকেলের পেছনে রাখেন। এ সময় টাকাভর্তি ব্যাগটি চুরি হয়ে যায়।
এ ঘটনায় নুরুল আমিন খান সদর থানায় একটি এজাহার দায়ের করলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়।
এরপর পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তার বুধবার রাতে বগুড়া শহরের রেলগেট এলাকা থেকে ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
নাটোরের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার চারজনের কাছ থেকে চুরি যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাঁরা আন্তজেলা চোর চক্রের সদস্য। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।