প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় অটোচার্জার ভ্যানের তিন জন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের।

নিহতরা হলেন, উপজেলার কলম পুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে আব্দুর রহিম, একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে বিদ্যুৎ আলী ও নজরপুর গ্রামের মোবারক হোসেন মোবার ছেলে কাঁচু আলী। নিহতদের মধ্যে আব্দুর রহিম সকালে ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে মারা যান।

সিংড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, সিংড়া বাজার থেকে অটোভ্যানযোগে চালকসহ চার থেকে পাঁচ জন শ্রমিক বালুয়া বাসুয়া এলাকায় যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে নাটোরগামী একটি মাল বোঝাই ট্রাক ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চালকসহ সকল যাত্রী ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত হন আরও দুই জন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও আহতদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ট্রাকটিকে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।