নাটোর জেলায় গত এক বছরে মাদকবিরোধী অভিযানে প্রায় এক কোটি টাকার আলামত জব্দ করা হয়েছে। খবর বাসসের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় সূত্র জানায়, ২০২১ সালে জেলায় ২ হাজার ৩২৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৫৭৮টি মামলা করা হয় এবং অভিযানে অভিযুক্তের সংখ্যা ৫৯১ জন। অভিযানের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪১৯টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য ছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং তিনটি মোটরসাইকেল, মাদক বহনকারীদের কাছ থেকে অস্ত্র, টাকা ও মুঠোফোন সেট উদ্ধার করা হয়েছে। এসব আলামতের আর্থিক মূল্যমান প্রায় এক কোটি টাকা।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন বলেন, মাদক নির্মূল করে সুস্থ সুন্দর মেধাবী জাতি গঠনে কাজ করছে সরকার। মাদকমুক্ত সমাজ গঠন করতে পারলে টেকসই উন্নয়নের অভীষ্ট পূরণ করে উন্নত বাংলাদেশ গঠন সহজ হবে।