ক্ষিপ্রতার সঙ্গে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় মোবিলাইজেশন কন্টিনজেন্ট-২০২২ আয়োজন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) কুড়িগ্রাম শহরের অদূরে কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নিয়মিত ফুট পেট্রোল, পিটি, প্যারেড, সান্ধ্যকালীন ক্লাস, রাত্রিকালীন অভিযানসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মোবিলাইজেশন কন্টিজেন্ট পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট) মো. মিজানুর রহমান পিপিএম (বার)। এ সময় তিনি পুলিশের কৌশলগত এলার্ম স্কিম ও প্যারেড পরিদর্শন করেন।
অন্যদিকে সান্ধ্যকালীন ক্লাস নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ অম্লান কুসুম জিষ্ণু এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান পিপিএম এবং বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।