নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, শনিবার ওই রাজ্যের একজন কর্মকর্তা ও পার্লামেন্টের স্থানীয় একজন সদস্য এ তথ্য জানিয়েছেন।
সোকোটোর পুলিশবিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি করে। এতে বেশ কয়েকজন নিহত হন।
তিনি বলেন, ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। মরদেহগুলো আমরা দেখেছি ও গুনেছি। তারা ৯টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে।
সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য রাজ্যজুড়ে নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন।
সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতজন নিহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।