নলচিরা নৌ ফাঁড়ির পুলিশের অভিযানে মেঘনা নদী থেকে ৩৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার হয়েছে।
নৌ ফাঁড়ির নোয়াখালী ও চট্রগ্রামে দায়িত্বরত অফিসার এবং সঙ্গীয় ফোর্স ৮ মে মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ১ লক্ষ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে,যার আনুমানিক মূল্য ৩৬ লক্ষ টাকা ।
উদ্ধার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ।