পুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ কারেন্ট জাল। ছবি: বাংলাদেশ পুলিশ।

নোয়াখালীর নলচিড়া নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদী থেকে উদ্ধার করা ৫৪ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেছে।

নৌ ফাঁড়ির পরিদর্শকের নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম আজ সোমবার মেঘনা নদীর বিভিন্ন শাখায় এ অভিযান চালায়। এ সময় ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা।