চট্টগ্রামের নলচিড়া নৌ পুলিশের সদস্যদের অভিযানে মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ চরঘেরা জাল উদ্ধার হয়েছে।
নলচিড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে নৌ পুলিশের দল অভিযান চালানোর সময় মেঘনা নদীর কিনারায় পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করেছে। জালের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।