নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে।
নরসিংদীর ডিবির এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) মাধবদী থানা এলাকায় অভিযান চালান।
রাত পৌনে ১২টার সময় তারা চরমাধবদিয়া গ্রামের চারতলা বাজার সংলগ্ন জনৈক দুলাল মোল্লার কলাবাগানের মধ্য থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬জন ডাকাতকে একটি গ্রিল কাটার ও দেশীয় অস্ত্রসহ আটক করেন।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবদী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া জেলা গোয়েন্দা শাখার আরেকটি টিম শিবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কাজল নামে এক মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।