নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার ওই প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম, পিপিএম।
বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান পুলিশ সুপার।
বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের শ্রম সার্থক ও মা-বাবার স্বপ্ন পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
পরবর্তী সময়ে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।